Tuesday 13 May 2014

একজন পতিতার গল্প

পতিতা পল্লীর সব চেয়ে পরিচিত নাম আলেয়া। মেয়েটা বছর তিনেক হল এসেছে এই পতিতালয়ে। এর আগে ছিল অন্য একটিতে। সেখানেই তার প্রতারক প্রেমিক তাকে বিক্রি করে দিয়েছিল। আলেয়ার চেহারা যেমন সুন্দর তেমন সুন্দর তার শরীরটা। একেবারে খদ্দেরদের জীভে পানি নিয়ে আসার মত। তাইতো তাকে এখানে আনা হয়েছে। আলেয়ার খদ্দেররা খুব নামী দামী লোক। তাদের খুশি করতে পারলে মোটামুটি ভালই কামাই হয়। আলেয়া কিন্তু খারাপ পথে উপার্জিত টাকা খারাপ পথে নষ্ট করে না। তাদের পতিতালয় বস্তির একপাশে অবস্থিত। বস্তিতে অনেক সাধারণ মানুষও বাস করে। সেখানে মঈন নামের ষোল সতের বছর বয়সের একটি ছেলেও থাকে। মঈন এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে। খুব ভাল ছেলে এই মঈন। চেহারাতেও ভদ্রতার ছাপ রয়েছে তবে মঈন বড়ই একা তার কেউ নেই। তাই আলেয়া মঈনের পড়াশুনার খরচ চালায়। মঈনকে সে ছোট ভাইয়ের মতই দেখে। মঈনও তাকে বোনের মত দেখে এবং আপা বলে ডাকে। একদিন মঈনের একজন ক্লাস মেট আসল মঈনের খুপড়ি ঘরে। তার বন্ধুরা সবাই জানে যে মঈন খুব গরিব কিন্তু খুব ভাল ছাত্র হওয়ায় শিক্ষকগণ এবং সহপাঠীরা তাকে অবহেলা করে না। মঈনের বন্ধুটি মোটামুটি বড়লোকের ছেলে। সে মঈনের কাছ থেকে পরীক্ষায় যাতে সাহায্য পায় সেজন্য স্পেশাল অনুরোধ জানাতে এসেছে। মঈন আর তার বন্ধু যখন কথা বলছিল সেসময়ে আলেয়া প্রতিদিনের মত মঈনের খোঁজ নিতে মঈনের ঘরে ঢুকল। মঈনের মুখে হাসি ফুটে উঠে বোনকে দেখে। কিন্তু মঈনের বন্ধুর চোখে বিস্ময় আর আলেয়ার আতঙ্ক। মঈন আলেয়াকে উদ্দেশ্য করে বলল, -এস। কিন্তু আলেয়া না এসে বেরিয়ে গেল। এদিকে মঈনের বন্ধু মঈনের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, -মামু, তোরে ভাবছিলাম বোকা পোলাপান, তোর ঘরেতো দেখি সরাসরি মাল আসে। মঈন আগে থেকেই তার বন্ধুর চরিত্র সম্পর্কে জানতো। এখন বুঝতে পারল আলেয়া তার বন্ধুর পরিচিত। তাই সে তার বন্ধুকে চলে যেতে বলল। মঈনের কথায় এমন কিছু ছিল যার জন্য বন্ধুটি কিছু না বলেই বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আলেয়া ঢুকল। এর মধ্যে মঈন কাঁদতে শুরু করেছে। আলেয়া এসে মঈনের চোখ মুছে দিয়ে বলল, -বোকার মত কাঁদবি নাতো। মঈন বলল, -আপা আর কত দিন? আলেয়া বলল -তোর পড়াশুনা শেষ হলেই আর নয়। -আমি আর পড়ব না।আমি চাকুরী করব। -এক থাপ্পর খাবি ওকথা বললে।তুই কেন এখন ছোট কাজ করবি পড়াশুনা শেষ করে বড় চাকুরী করবি।আর শোন, এসব ছেলের সাথে মিশবি না। মঈন মাথা নেড়ে সম্মতি জানালো। বিঃদ্রঃ ক্লাসমেট কেই সাধারণতো আমরা বন্ধু বলি……তাই এত মাথা ঘামালাম না। #এস Sep 9, 2013 www.fb.com/shadi.bd

No comments:

Post a Comment